৯ই আগস্ট ভারতছাড়ো আন্দোলনের প্রারম্ভিক দিবস। এই দিবসটি এবছর গোটা দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষান মোর্চা। ভারতছাড়ো আন্দোলন দিবসে এবছর তাদের স্লোগান হলো লুটেরা কর্পোরেট ভারত ছাড়ো কৃষি ছাড়ো। আর এই স্লোগানকে সামনে রেখেই বুধবার গোটা রাজ্যজুড়ে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে মিছিল সভা সংঘটিত করল বামপন্থীরা। রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল সভা ও মিছিলটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। মেলার মাঠস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে প্যারাডাইস চৌমুনিতে আয়োজিত সভায় মিলিত হয়। এই দিনের এই মিছিলে পা মেলালেন সিআইডিইউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কৃষকসভার রাজ্য সভাপতি সম্পাদক পবিত্র কর সহ বামপন্থী অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। প্যারাডাইস চৌমুনিতে আয়োজিত সভায় বামপন্থী নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী নীতিগুলি তুলে ধরে কেন্দ্রের শাসক দলের তীব্র সমালোচনা করেন।



