ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ১৯ তম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী। সদ্য বিদায়ী পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহার স্থলাভিষিক্ত হলেন তিনি ।মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে পুরনো এবং নতুন দুই পর্ষদ সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয় ।ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী সংঘ এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ।এই অনুষ্ঠানে পর্ষদের নবনিযুক্ত সভাপতি জানান, সমস্ত কর্মীদের সহযোগিতাকে পাথেয় করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। অনুষ্ঠানে সদ্য বিদায়ী ও নব নিযুক্ত সভাপতিকে উত্তরীয় পড়িয়ে ,পুষ্পস্তবক এবং স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পর্ষদের সকল কর্মীদের সাথে পরিচিত হন নবনিযুক্ত পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গান চৌধুরী। উল্লেখ্য ,সাবরুম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক ।পরবর্তী সময়ে তিনি উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হন। সেখান থেকেই অবসরে যান তিনি। তার সুদক্ষ পরিচালনায় দুইটি মহাবিদ্যালয়ই পরিপুষ্ট হয়। তার সুদক্ষ পরিচালনায় এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কথাটা উপকৃত হয় সেটাই এখন দেখার।



