Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে জিবি চত্বরে বিক্ষোভ প্রদর্শন কোভিড 19 স্টাফ নার্সদের

নিয়োগের দাবিতে জিবি চত্বরে বিক্ষোভ প্রদর্শন কোভিড 19 স্টাফ নার্সদের

রাজ্য যখন মহামারী করোনা প্রকোপ ফেলেছিল সেই সময় প্রথম সারির যোদ্ধা হিসাবে মানুষের জীবন রক্ষার্থে ময়দানে নেমেছিলেন স্বাস্থ্যকর্মী স্টাফ নার্সরা, সেই সময় জরুরী ভিত্তিতে কুড়ি হাজার টাকা বিনিময়ে চুক্তিতে ১০০ জন টাফ নার্স নিয়োগ করেছিল রাজ্য সরকার, কিন্তু পরবর্তীতে করোনার প্রকোপ কমে গেলে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আবার যখন করোনার গ্রাফ বেড়ে উঠছিল ঠিক তখনই আবার তাদেরকে নিয়োগ করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। তাই এক প্রকার হতাশা হয়ে আজ সেই স্টাফ নার্সরা জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন তাদের নিয়োগ সংক্রান্ত দাবিতে। এদিন সংবাদ মাধ্যমকে আন্দোলনরত এক স্টাফ নার্স জানান এভাবে আর কতদিন চলবে তাদের মধ্যে অনেকে ওভার এজ হয়ে যাচ্ছে এবং বিগত মুখ্যমন্ত্রী সেই সময় কথা দিয়েছিলেন তাদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আজ এতদিন পরেও কোন ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি, তাছাড়া কর্তব্য পালনের পর তাদেরকে শংসাপত্র প্রদান করা হচ্ছে ঠিকই কিন্তু তাদের কাজ নিয়মিতকরণ হচ্ছে না, তাই আজ ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ প্রদর্শন বলে জানানোর পাশাপাশি সরকার যদি কোন প্রকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তাদের আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানান দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য