Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্য৭৬ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে...

৭৬ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে ব্যস্ত শাসক বিজেপি

হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। বলা চলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের সাড়া দিয়ে ২০২২ সালে আজাদীকা অমৃত মহোৎসবে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচি সারা দেশের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রায় ২০ কোটি পরিবার এই কর্মসূচিতে সাড়া দিয়েছিলেন, সেদিকে লক্ষ্য রেখে ৭৬ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করতে দেশের প্রধানমন্ত্রী বিগত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি আহবান রেখেছেন যে এ বছর আরো বেশি পরিবার যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে তিরঙ্গা ক্রয় কর্মসূচি হাতে নিয়েছে এবং এই উপলক্ষে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানী আগরতলার ডাকঘরে তিরঙ্গা ক্রয় কর্মসূচি পালন করা হয়, এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান এই হর ঘর তিরঙ্গা কর্মসূচীর মধ্য দিয়ে মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং যারা স্বাধীনতার সংগ্রামের শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার এটাই হল শ্রেষ্ঠ মাধ্যম। তাছাড়া এদিন তিনি আরো বলেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের প্রতি যে কর্তব্যপরায়ণ তার প্রতি অবগত হওয়া এবং নিজের প্রতি যে গর্ববোধ সেই বোধটা জাগ্রত হয়। পাশাপাশি রাজ্যের যে সমস্ত স্ব সহায়ক দল রয়েছে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয় পতাকা তৈরি করছেন তাই রাজ্যবাসীর প্রতি আহ্বান রেখেছেন যে এই স্ব সহায়ক দলের কাছ থেকে জাতীয় পতাকা ক্রয় করে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়ার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য