Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবিতে সোচ্চার এস এফ আই ও টি এস...

ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবিতে সোচ্চার এস এফ আই ও টি এস ইউ

রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে আবারো সোচ্চার বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই ও উপজাতি ছাত্র সংগঠন টিএসইউ। মঙ্গলবার চার দফা দাবি নিয়ে এস এফ আই ও টি এস ইউ এসসি ওয়েলফেয়ার ও এস টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন দাবি সম্পর্কিত বিষয়ে সংবাদ মাধ্যমকে টি এস ইউ সংগঠনের সদস্য জানান এই চলতি শিক্ষাবর্ষে যেসকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি তাদের দ্রুত ভর্তির ব্যবস্থা গ্রহন করার আবেদন জানানো হয়েছে এবং জম্পুইজলা ও করবুক মহকুমায় মহাবিদ্যালয় না থাকার ফলে প্রতিবছর সেখানের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য দূরে গিয়ে পড়াশুনা করতে হয়, তাই জম্পুইজলা ও করবুক মহকুমায় মহাবিদ্যালয় চালু করা হোক ও খুমুলুং সরকারি মহাবিদ্যালয়ে ককবরক ও ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স চালু করার আবেদন রাখা হয়েছে কেননা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ককবরক বিভাগে মাত্র ৬০টি ও ইংরেজিতে প্রায় ১০০টি আসন আছে, ফলে কয়েকশত ছাত্রছাত্রী ককবরক ও ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স করা থেকে বঞ্চিত হচ্ছে তাই, তার পাশাপাশি ২০১৫ সালে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেখানে ককবরক বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়নি। সেখানেও ককবরক বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স চালু করার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য