চোরচক্রের যন্ত্রণায় অতিষ্ঠ মোহনপুরবাসীও। আর একের পর এক চুরির ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ এলাকাবাসীর ছোড়া এসিডে গুরুতর আহত হলেন তিন যুবক সহ দুই পুলিশ কর্মী। ঘটনার বিবরনে জানা যায় গতকাল রবিবার সিধাই মোহনপুর বাজারে চোর সন্দেহ করে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চোর সন্দেহকারী যুবকের পরিবারের লোকজন এবং এলাকাবাসী সোমবার সকালে সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাসকে বেধড়ক মারধর করে তাদের বাড়িতে গিয়ে। এই খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যায় সিধাই থানার পুলিশ। পরে পুলিশ সুবীর দাস, প্রাণতোষ দাস ও কাজল দাসকে এলাকাবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে রওনা দিলে, গাড়িটি কিছু দূরে যাওয়ার পর এলাকাবাসীরা আবার পুলিশের গাড়িটি আটক করে। শুধু তাই নয় উত্তেজিত জনতা তখন একটি বোতল দিয়ে এসিড ছুড়ে পুলিশের গাড়িতে। উত্তেজিত জনতার ছুড়া এসিডে গুরুতর আহত হন সুবীর, প্রাণতোষ ও কাজল সহ দুইজন পুলিশ কর্মী। পরে সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ সুবীর, প্রাণতোষ ও কাজল গতকালকে সিধাই মোহনপুর বাজারে চোর সন্দেহ করে এক যুবককে মারধর করেছিলেন। এতেই এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের উপর এসিড নিক্ষেপ করে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে



