১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। প্রতিবছরই এই দিনটি গোটা দেশজুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম হবে না। স্বাধীনতা দিবসে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে গত বছর দেশের প্রধানমন্ত্রী প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তেরেঙ্গা কর্মসূচির ডাক দেয়। একই বার্তা এবারো দিলেন প্রধানমন্ত্রী। মূলত স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতেই এই হর ঘর তেরেঙ্গা কর্মসূচি। আর এই কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়ল রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা প্রধান ডাকঘরে। জাতীয় পতাকা বিক্রির জন্য এই ডাকঘরে খোলা হয়েছে এক বিশেষ কাউন্টার। স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের জন্য এই কাউন্টার থেকে ন্যায্য দামে সাধারণ মানুষ ক্রয় করতে পারবেন পতাকা। সোমবার দলের বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আগরতলা প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা ক্রয় করার মধ্য দিয়ে, এর আনুষ্ঠানিক সূচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব ডঃ অশোক সিনহা, পাতালকন্যা জমাতিয়া, তাপস মজুমদার, জসিম উদ্দিন, নবাদল বণিক সহ আরো অনেকে। জাতীয় পতাকা ক্রয় করে এদিন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন গত বছর রাজ্যে প্রায় ৫ লক্ষাধিক বাড়িতে প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সব অংশের মানুষ। এবছর প্রত্যাশা সেই সংখ্যাটা অনেকটাই বাড়বে। তিনি জানান রাজ্যের প্রতিটি ডাকঘর থেকেই জাতীয় পতাকা ক্রয় করতে পারবেন সাধারণ মানুষ ।



