Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যসোমবার রাজ্যে পৌঁছুল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং এর শবদেহ

সোমবার রাজ্যে পৌঁছুল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং এর শবদেহ

সোমবার রাজ্যে এসে পৌঁছুল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং এর শবদেহ। এদিন আগরতলা এম বি বি বিমানবন্দরে প্রয়াতের শবদেহ পৌঁছুলে তাকে টি এস আর এবং তার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই প্রসঙ্গে ব্যাটালিয়নের পক্ষ থেকে তার প্রয়াণে শোকবার্তা যেমন প্রদান করা হয় তেমনি তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার পরিজনদের পাশে এই সময়ে দাঁড়ানোর কথাও জানানো হয়। জানা যায় রাজ্যের এই কৃতি সন্তান তার চাকুরি জীবনের আগে একটি স্কুলও গড়ে তুলেছিলেন। এর পরেই তিনি টি পি এস পাশ করে চাকুরি পান। কিন্তু এই সময়ের মধ্যেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজ্যের বাইরে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু নিয়তির পরিহাস এ ভাবেই জাতীয় পতাকায় মুড়ে এদিন রাজ্যে পৌঁছে তার নিথর দেহ। এদিন বিমান বন্দর চত্তরেই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সঙ্গীতও পরিবেশন করে তার শুভাকাঙ্ক্ষীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য