৭৬ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সোমবার আগরতলার গান্ধীঘাট স্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে, চিত্র সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। সেদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এস বি সিকিউরিটি ডিএসপি কমল কৃষ্ণ কলই, ট্র্যাফিক ডিএসপি সহ অন্যানরা।৭৬ তম স্বাধীনতা দিবসের আসাম রাইফেল মাঠে রাজ্যভিত্তিক যে অনুষ্ঠান করা হবে চিত্র সাংবাদিকরা কিভাবে কভারেজ করবেন সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তথ্যসংস্কৃতি দপ্তরের অধিকর্তা বলেন প্রত্যেক বছর নিয়ম অনুযায়ী চিত্র সাংবাদিকদের পরিচয় পত্র নিয়ে মাঠে ঢোকার নির্দেশ কার্যকরী করা হয় সেই মোতাবেক তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তাদের পরিচয় পত্র প্রদান করা হয় পাশাপাশি কিভাবে পুরো অনুষ্ঠানকে সুন্দর করে তোলা যায় সে বিষয়েও চিত্র সাংবাদিকদের কে সহযোগিতা করার আবেদন রাখেন তিনি ।



