Wednesday, January 21, 2026
বাড়িখবররাজ্যপুর কমিশনারের অসৎ আচরণে আদালতের দ্বারস্থ ছবি নির্মাতা

পুর কমিশনারের অসৎ আচরণে আদালতের দ্বারস্থ ছবি নির্মাতা

কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কি করে পৌর নিগম কমিশনার শৈলেশ কুমার যাদব শনিবার রাত আটটায় বলাকা সিনেমা হল তালা দিয়েছেন, আদালতকে অবমাননা করার পাশাপাশি খারাপ ভাষায় মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন ছবি নির্মাতা দেবাশীষ সাহা। রবিবার আগরতলার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন ছবি নির্মাতা দেবাশীষ সাহা ও উনার আইনজীবী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি বলেন বিগত অনেক বছর যাবত ধরে বলাকা সিনেমা হল তিনি টেন্ডার পেয়ে চালিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে উনাকে বলাকা সিনেমা হল ছাড়ানোর নোটিশ জারি করা হয় পৌর নিগম থেকে। পৌর নিগমের এই ধরনের কাজকর্মে উনি শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হন আদালত পয়লা অগাস্ট শুনানের দিন ধার্য করা হলো তা পরিবর্তন করে ২১ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে এর মধ্যে কমিশনার তালা লাগিয়ে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যম কি জানান নিয়ম মাফিক বলাকা সিনেমা হল যেন ফিরিয়ে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য