নির্বাচনের আগে রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ রাজ্যের বর্তমান সরকার। প্রতিশ্রুতি পালন দূরের কথা, ডাবল ইঞ্জিনের সরকার উল্টো বিরোধীদের জব্দ করার জন্য পূর্বতন বামেদের মতোই ঠ্যাঙানো নীতি প্রয়োগের মাধ্যমে বলপূর্বক কর্তৃক প্রয়োগ করে লুটপাট করতে থাকে। যার প্রতিফলন দেখা যায় ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট মাত্র ৩৯ শতাংশ। এমনটাই অভিযোগ এনে কথাগুলি বললেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। চার দফা দাবিকে সামনে রেখে রবিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই দলের কর্মীরা রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। তাদের দাবি, নারী পাচার, নারী ধর্ষণ রোধে কঠোর আইন পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীকে বাঁচানোর জন্য কোন রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা চলবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুদদার বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুধু লোক দেখানো অভিযান না করে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের আরো দাবি শিক্ষার মাধ্যমসহ সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষাকে স্থান দিয়ে ধ্রুপদী ভাষার তালিকাভুক্ত করা। এরকম চার দফা দাবিকে সামনে রেখেই এদিন বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন দলের কর্মীরা। যার নেতৃত্ব দেন দলে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে দাবি গুলি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে শ্রী রুদ্রপাল বলেন, গত ৫ বছরে ঘরে ঘরে চাকরি তো দূরের কথা, ২৫ হাজার চাকুরীও হয়নি। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ ঔষধপত্রের মূল্য এখন আকাশছোঁয়া। যুবসমাজ তো ডুবে মরছে ড্রাগস তথা নেশার সাগরে। আর নারী পাচার, নারী ধর্ষণ এখন রাজ্যে প্রায় নিত্যদিনের ঘটনা।



