ধারাবাহিক হালকা মাঝারি বৃষ্টিপাতে স্যার আরো একবার ভানবাসীর রূপ নিল স্মার্ট সিটির শহর আগরতলা। রবিবার প্রায় সকাল থেকেই রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয় হালকা মাঝারি বৃষ্টিপাত। দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিপাত হাওয়ায় রাজধানী আগরতলা শহর এলাকার নিম্নাঞ্চলগুলি বৃষ্টির জলে প্লাবিত হয়ে পড়ে। বিশেষ করে আগরতলা শহরের বেশ কিছু রাস্তাঘাট বানভাসির রূপ নেয়। শহরের বহু দোকানপাটে জল ঢুকে পড়ে। বাড়িঘরেও জল প্রবেশ করায় পরিস্থিতি যেন মারাত্মক আকার ধারণ করে কোন কোন এলাকায়। সরকারি ছুটির দিন থাকায় শহরে লোকসমাগম অনেকটা কম থাকলেও শহরের ব্যস্ততম রাস্তা গুলি জলমগ্ন হয়ে পড়ায় অনেকটা ব্যাহত হয় জনজীবন। বর্ষাকালে রাজধানী আগরতলা শহরবাসীকে বানভাসি অবস্থা থেকে রক্ষা করার জন্য পুর ও প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও, কার্যত সবকিছুই যে ব্যর্থ তা আরো একবার প্রমাণিত হলো রবিবারের বানভাসীর চিত্রের মধ্য দিয়ে। তবে বৃষ্টির জল এদিন বেশি সময় স্থায়ী থাকেনি ব্যস্ততম সড়কে। শহর এলাকার সবগুলি পাম্প চালানোর ফলে সহসাই পুরনো ছন্দে যেন ফিরে আসে শহর আগরতলা।



