২৫ হাজার কোটি টাকায় দেশের ৫০৮ টি রেল স্টেশনকে করা হচ্ছে অমৃত ভারত রেলস্টেশন। তারমধ্যে রাজ্যের ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনও রয়েছে এই তালিকায়।রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে ৫০৮ টি স্টেশনের সাথে উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার, লামডিং রেল ডিভিশনের ডিসিএম রমেশ মহাতা,জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা আধিকারিক সহ অন্যান্যরা। জানা গেছে, যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের জন্য ৩২.৬ কোটি টাকা ব্যয়ে ধর্মনগর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান দেওয়া হয়েছে। এদিনের আনুষ্ঠানিকতার পর ধর্মনগর রেল স্টেশনের সম্মুখভাগ, প্ল্যাটফর্মের সাইনবোর্ড, জল সরবরাহ, আলো, ফুট ওভার ব্রিজ, লিফট, এস্কেলেটর ইত্যাদির ক্ষেত্রে যাত্রী সুবিধা উল্লেখযোগ্য ভাবে উন্নতি করা হবে। এদিন এই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন।