আগরতলা শহরের সার্বিক উন্নয়নে পেশ করা হলো পৌর নিগমের পূর্ণাঙ্গ বাজেট। শুক্রবার পৌর নিগমের কনফারেন্স হলে ডেপুটি মেয়র ও সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটর সহ নিগমের কমিশনারের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার। এবারও প্রস্তাবিত বাজেটে রয়েছে ঘাটতি। মোট ৩৯৭ কোটি টাকার বাজেটে ঘাটতি ৫৫ লক্ষ ২২ হাজার টাকা। আগামীদিন টেক্স আদায়ের মধ্য দিয়ে পূরণ করা হবে এই ঘাটতি। প্রস্তাবিত এই ঘাটতি বাজেট কর্পোরেটরদের আলোচনাক্রমে আগামী ১০ আগস্ট গ্রহণ করা হবে। পৌর নিগমের পূর্ণাঙ্গ বাজেট পেশ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার। একই সাথে মেয়র শ্রী মজুমদার আরো জানান এদিনের এই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এবছর পৌর নিগম এলাকায় স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে তাদেরকে ও তাদের পরিবারকে ১০% ট্যাক্স ছাড় দেওয়া হবে। পাশাপাশি এবছর পৌরনিগমের উদ্যোগেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হবে স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আগামী ১৪ ই আগস্ট সকালে আগরতলা অ্যালবার্ট এক্কা পার্কে অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা জ্ঞাপন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে।