Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যডেঙ্গু প্রসঙ্গে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর সমালোচণায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার...

ডেঙ্গু প্রসঙ্গে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর সমালোচণায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নতুন করে উঠে আসছে ডেঙ্গু রোগে আক্রান্তের খবর। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সচেতন নাগরিকরা। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে একজনের প্রানাহানি ঘটেছে। যদিও এই মৃত্যু নিয়ে রয়েছে দ্বিমত। মৃত ব্যক্তির পরিবারের লোকদের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অপরদিকে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য রাজ্যে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোন খবর নেই। এই অবস্থায় যেভাবে প্রতিদিন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে উঠে আসছে তাতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। একইভাবে উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহাও। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেঙ্গু প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা বলেন সরকারি হাসপাতাল গুলির পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে এখন উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য রাজ্যের সবকোটি জেলা হাসপাতালে উপযুক্ত পরিষেবার ব্যবস্থা করা দরকার স্বাস্থ্য দপ্তরের। জেলা হাসপাতালের পরিকাঠামো না থাকার ফলেই জিবি হাসপাতাল রেফার করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, হাসপাতাল গুলিতে চিকিৎসক, নার্স সহ অন্যান্য পরিকাঠামোর অভাব থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জেলা হাসপাতাল থেকে জিবিতে রেফার করতে হচ্ছে। তাই এদিন ডেঙ্গু মোকাবেলা করতে স্বাস্থ্য পরিসেবার উন্নয়নে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য