ব্যবসার নাম করে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল এবার রাজধানী আগরতলা ধলেশ্বরের প্রনবেশ দেবনাথ ওরফে পিকু নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতারণার অভিযোগে প্রনবেশের বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় দায়ের করা হলো লিখিত অভিযোগও। ঘটনার বিবরণে জানা যায়,দিল্লির বাসিন্দা রাবার ব্যবসায়ী তথা প্রতীক ইন্টারন্যাশনালের কর্ণধার সঞ্জয় শর্মা প্রতারণার অভিযোগ এনে প্রণবেশের বিরুদ্ধে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগ মেসার্স গণেশ এন্টারপ্রাইজ সংস্থাটির পরিচালনা করে থাকেন প্রণবেশ দেবনাথ ওরফে পিকু। গত ২০ জুলাই রাবার সিট কেনার জন্য তিনি গণেশ এন্টারপ্রাইজকে ৩৪ লক্ষ ৫৩ হাজার টাকা আরটিজিএসের মাধ্যমে দিয়েছিলেন। কথা ছিল প্রনবেশ ওরফে পিকু তাকে রবার শিট পাঠাবে। কিন্তু পরবর্তী সময়ে প্রনবেশ রাবার সিট সংগ্রহ করে সরবরাহ করতে অস্বীকার করে। তখন দিল্লির ব্যবসায়ী তার কাছে দেওয়া টাকা ফেরত চাইলে তাও ফেরত দিতে অস্বীকার করে।যার কারনে তিনি শেষ পর্যন্ত রাজধানীর পূর্ব থানার দ্বারস্থ হন। জানা গেছে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার পর আপাতত রাজ্যের বাইরে পালিয়ে গেছে প্রণবেশ। জানা গেছে প্রবেশের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়। এখন দেখার বিষয় অভিযোগ মূলে পূর্ব থানার পুলিশ প্রণবেশের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।