মুখ্যমন্ত্রীর জায়গা পরিদর্শনের পর এবার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো হাঁপানিয়া জুটমিল চত্বরে ৩.৬০ একর জমিতে গড়ে উঠবে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় ইউনিটি মল। এই মলটির চারতলা ভবনে থাকবে প্রায় ৮০ টি শোরুম। গোটা নির্মাণ কাজ সম্পন্ন করতে খরচ হবে প্রায় ১৩০ কোটি টাকা। মাল্টিতে থাকবে শপিং আরকেড, প্রদর্শনী হল, অডিটোরিয়াম, মাল্টিপ্লেক্স ফুড কোর্ট, কারিগরিদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিং ইত্যাদি। এই মল রাজ্যের পর্যটকদের আকর্ষণই নয়, অর্থনীতিতে ও বিশেষ ভূমিকা নেবে। রাজ্যের তাঁত, হস্তশিল্প, স্থানীয় পণ্য বিপণনে সহায়তা করবে। বিশেষ করে বেকার যুবক-যুবতী, কারিগর, মৃৎশিল্পী এবং তাঁতিরা শিল্পজাত পণ্য বিপণনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে তিনি দপ্তরের কাজ কর্মের খতিয়ান তুলে ধরে বলেন রাজ্যের শিল্প এস্টেট গুলির পরিকাঠামো উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকা ব্যয়ে একটি বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্প হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব পাস করেছে। যার মাধ্যমে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পরিকাঠামো উন্নত করার প্রস্তাব করা হয়েছে। তিনি আরো জানান, যুব কর্মপ্রত্যাশীদের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তর বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে রাজ্যের জেলাগুলি এবং বিভিন্ন এলাকায় আগ্রহী যুবকদের নিয়ে শিল্পাঞ্চল সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেলাগুলিতে শিল্প ও বাণিজ্য কর্মকান্ডকে উৎসাহিত করার জন্য দপ্তরের সমস্ত বিভাগীয় কার্যক্রমে জেলা পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে।



