রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বুধবার উদ্বোধন হল আমবাসা মহিলা থানার।এদিন সকালে মুখ্যমন্ত্রী রেল যুগে আমবাসায় এসে পৌঁছায়। প্রথমেই এদিন তিনি সরকারি কর্মসূচি হিসেবে উদ্বোধন করলেন আমবাসা মহিলা থানার। আমবাসা থানায় পৌঁছার পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপর মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে আমবাসা মহিলা থানার উদ্বোধন করেন। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী আমবাসা মহিলা থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মহিলা থানার কনফারেন্স হলে সকল পুলিশ কর্মীদের সাথে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিলিত হন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি নর্দান মনচাক ইপ্পার, ধলাই জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার , ধলাই জেলা পুলিশ সুপার অভিনাশ রাই , আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। আমবাসা মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক হিসেবে রয়েছেন অনামিকা দত্ত।এদিন মহিলা থানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নবম মহিলা থানা হিসেবে ধলাই জেলার আমবাসা মহিলা থানার উদ্বোধন হলো। এখন রাজ্যের প্রতিটি জেলাতেই রয়েছে মহিলা থানা। তিনি বলেন এই মহিলা থানা আগামী দিন মানুষের স্বার্থে কাজ করবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের ফিট থাকার জন্য বলেন। শারীরিকভাবে ফিট থাকলে কর্ম দক্ষতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন মহিলা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ গুলি থানায় আসে সেগুলি যদি সঠিকভাবে সমাধান করা না হয় তাহলে কিন্তু এই থানার গুরুত্ব থাকবে না।



