Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যসিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সদস্য প্রয়াত আউত বিহারী বিনকে শেষ শ্রদ্ধা জানালেন...

সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সদস্য প্রয়াত আউত বিহারী বিনকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির অন্যতম সদস্য আউত বিহারী বিন বুধবার ভোরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী পুত্র কন্যাসহ বহু শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নরসিংগড় বিন পাড়া এলাকার বাসিন্দা অঞ্চল কমিটির সদস্যের মৃত্যুর খবর পেয়ে, প্রয়াতের বাড়িতে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এলাকার বিধায়ক নয়ন সরকার সহ পার্টির অঞ্চল নেতৃত্ব। প্রয়াতের বাড়িতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরে পরিবার-পরিজনদের সাথে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান শ্রী সরকার। প্রয়াতের আত্মার সদগতি কামনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি ছিলেন একজন দায়িত্বশীল রাজনৈতিক সংগঠক। তার মৃত্যুতে পরিবারের যেমন ক্ষতি হলো তেমনি এলাকার মধ্যবিত্ত মেহনতী মানুষের জন্য যে সংগ্রাম করতেন সেই সংগ্রামেরও ক্ষতি হয়েছে। এখন সবাই মিলে তার অবর্তমানে শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য