সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব শারদীয়া দুর্গাপূজা। যে উৎসবের প্রতীক্ষায় থাকেন আপামর বাঙালিরা। যদিও এই উৎসব এখন আর শুধুমাত্র বাঙ্গালীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষই এই উৎসবের আনন্দে শামিল হন। তিথি অনুযায়ী এবছর দুর্গাপূজা আরো প্রায় বেশ কিছুদিন বাকি। আগামী অক্টোবর মাসের প্রায় শেষের দিকে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। সেই হিসাবে আরো বেশ কিছুদিন বাকি থাকলেও, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিগ বাজেটের পূজো উদ্যোক্তাদের মধ্যে প্রস্তুতি। আগরতলা শহরের বনেদি ক্লাবগুলিতে চলছে এখন খুঁটিপুজোর মধ্য দিয়ে সুদৃশ্য বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ। বিগত দিনের মতো এবারও বেশ কয়েকটি ক্লাব পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের টানতে তৈরি করতে চলেছে আকর্ষণীয় প্যান্ডেল। এর মধ্যে অন্যতম একটি ক্লাব হল আগরতলা মঠ চৌমুনীস্থিত ফ্লাওয়ার্স ক্লাব। এবছর ফ্লাওয়ার্স ক্লাব ভ্যাটিকান সিটির অনুকরণে তৈরি করতে চলেছে বিশাল আকর্ষণীয় প্যান্ডেল। যার কাজ মঙ্গলবার খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। আর এই খুঁটিপুজোকে ঘিরে ক্লাব সভ্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ক্লাব কর্মকর্তারা এদিন পরে এক সাংবাদিক সম্মেলনে জানান ভ্যাটিকেন সিটির যাবতীয় কৃষ্টি সংস্কৃতি ও কারুকার্য তুলে ধরা হবে এবার ক্লাব প্রাঙ্গনে। প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছে নবদ্বীপের শিল্পীরা। একই সাথে প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা দায়িত্বেও বহির রাজ্যের শিল্পীরা। তাদের প্রত্যাশা এবছর ক্লাবের প্যান্ডেল দর্শনার্থীদের অনেকটাই আকর্ষণীয় করে তুলবে।



