Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যখেলাধুলার দিক দিয়েও ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার...

খেলাধুলার দিক দিয়েও ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার – টিংকু রায়

অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা দুর্বল পরিবারের প্রতিভাবান খেলোয়ারদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিক দিয়েও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ থেকে তেত্রিশ বছর আগে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। দেখতে দেখতে এই স্কুল এবছর ২৪ তম বর্ষে পা রাখলো। প্রতিবছরই পয়লা আগস্ট দিনটিতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হয়ে থাকে স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবসটি। এবারও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার স্পোর্টস স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচির। স্পোর্টস স্কুলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেকে সামনে রেখে আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এদিন জাতীয় স্তরের সফল খেলোয়ারদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অনেকে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় জানান, একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা একমাত্র এই স্পোর্টস স্কুলেই রয়েছে। তাই সেটাকে আরো উন্নতিকরণ এই হল এখন মূল লক্ষ্য। তবে স্পোর্টস স্কুল যে খুব একটা ভালো পারফরম্যান্স করেছে তেমনটা না হলেও, লক্ষ্য আগামী দিন ভালো ফলাফল করা। খেলাধুলার দিক দিয়ে ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। খেলাধুলায় এখন শুধু আর শরীর মন ঠিক রাখা নয়, আজকের দিনে মানুষের ক্যারিয়ারও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য