পর্যটন দপ্তরের উদ্যোগে সোমবার সিপাহিজলা জেলার কমলাসাগর মায়ের মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রী এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করে তার বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং গাছ মানুষের জীবনে কত প্রয়োজনীয় তা ব্যাখ্যা করেন।পরবর্তী সময়ে কমলাসাগর দিঘির পাড়ে পর্যটনমন্ত্রীর হাত ধরে বৃক্ষরোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির পর আধিকারিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন তিনি। কমলা সাগর মায়ের মন্দিরের উন্নয়নের বিষয়ে কসবায় দীর্ঘক্ষণ আলোচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা, পর্যটন দপ্তরের ডিরেক্টর তপন কুমার দাস, সিপাহীজলা জেলার জেলা শাসক বিশাল কুমার সহ দপ্তরের আধিকারিকরা।



