আগরতলা বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের এনএস এস’ সেলের এর উদ্যোগে সোমবার ৭ দিনের জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিজের সেরাটা দেবার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠে। সারা জীবন তা স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন বিদ্যালয়ে লেখা পড়ার সাথে বিদ্যালয় জীবনের সব কিছুর একটা গুরুত্ব রয়েছে। বিদ্যালয় থেকে কি পেলাম আর বিদ্যালয়ে কি দিয়ে গেলাম এটাও শিক্ষার্থীদের ভাবনা চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। তিনি এদিন বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলা হচ্ছে, ত্রিপুরাকে মডেল ত্রিপুরা বানাবার কথা বলা হচ্ছে। কিন্তু এর জন্য পরিকাঠামো কি ভাবে তৈরি হবে। এর জন্য দেশাত্মবোধ ভাবনা থাকতে হবে। প্রসঙ্গক্রমে এদিন তিনি এই বিল্ডিংয়ের ঠিকাদারের কাজ নিয়ে প্রশ্ন তুলেন। যদিও সরকার তা ঠিক করে দেবে বলে জানান।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন সরকার মেয়েদের স্বশক্তিকরণের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করছে। তাদের স্বশক্তিকরণ হলে সমাজ তথা রাষ্ট্র শক্তিশালি হবে। এ প্রসঙ্গে তিনি রাজ্য সরকার ছাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা প্রদান করছে এবং ছাত্রীদের লেখা পড়ায় আরও ভাল ফলাফল করার জন্য কি ভাবে উৎসাহিত করছে তা উল্লেখ করেন।জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ে রক্তদান কর্মসূচির পাশপাশি বৃক্ষরোপণ কর্মসূচীও পালন করা হয়। মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে এর সুচনা করেন এদিন। অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্কুল শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দন প্রমুখ।



