মনিপুরের ঘটনা সমগ্র মাতৃ জাতির প্রতি চরম অপমান, সভ্যতার লজ্জা। দুইজন মহিলাকে বিবস্ত্র অবস্থায় প্রকাশ্যে হাঁটানো এবং পরবর্তী সময়ে গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দেশের সর্বত্র চলছে এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। রাজ্য প্রতিদিন কোন না কোন সংগঠনের উদ্যোগে জঘন্যতম এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ। এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরা। সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোমবার আগরতলা উত্তর গেইট সংলগ্ন এলাকায় সদর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। সংগঠনের কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মনিপুরে সংঘটিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে নারী সমিতির কর্মীরা আওয়াজ তুলেন মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন নারী সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন রমা দাস বলেন, মনিপুরে প্রকাশিত সংবাদ ছাড়াও আরো বহু ঘটনা লুকিয়ে রয়েছে। মহিলাদের উপর নানাভাবে অত্যাচার চলছে সেখানে। রাষ্ট্রীয় পুলিশের যোগসাজসেই এধরনের ঘটনা সংঘটিত। মনিপুরে সংঘটিত ঘটনায় সারাদেশের মানুষ বিচলিত। এমনকি দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে মনিপুর সরকার যদি অভিলম্বে এধরনের ঘটনা প্রতিরোধ না করে তাহলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে।



