Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যকাজের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে চায় বর্তমান এই সরকার - মুখ্যমন্ত্রী...

কাজের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে চায় বর্তমান এই সরকার – মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

আগরতলা পৌর নিগম এলাকার প্রতিটি নাগরিকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অমৃত ২ গৃহীত প্রকল্প অনুযায়ী আগরতলা ভট্টপুকুর এলাকায় প্রায় ১১৩ কোটি টাকা খরচ করে এলাকার নাগরিকদের পানীয় জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিটিডাব্লিউএস, আইআরপিএস, পাইপলাইন সহ জলের ট্যাপ কানেকশন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গৃহীত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৬৪ শতাংশ মানুষের বাড়িতে ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য ১০০%। মানুষের মৌলিক চাহিদাগুলির প্রতি নজর রেখে কাজ করে চলেছে সরকার। রাজ্য সরকার চাইছে মানুষের চাহিদাগুলি দূর করতে। পাশাপাশি নজর দিচ্ছে মানুষের মান উন্নয়নে। কাজের মধ্য দিয়েই মানুষের কাছে যেতে চায় এই সরকার। ডাবল ইঞ্জিনের সরকারের নির্বাচিত প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করে চলেছে। আগামী দিন আরো বহু কাজ বাকি রয়েছে। যে কাজগুলোর জন্য চলতি বছরের বাজেটে অর্থ ধরা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য