দীর্ঘ প্রায় তিন বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আইনি অজুহাত দেখিয়ে জেআরবিটি প্রকাশ করছে না গ্রুপ সি এর মেরিট লিস্ট। শুধু তাই নয় গ্রুপ ডি এর মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করছে না কর্তৃপক্ষ। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের মধ্যে অনেকের আবার বয়স উত্তীর্ণ হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই বেকাররা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য বারবার জেআরবিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে মন্ত্রীদের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোন সুফল নেই। এতে করে হতাশা যেন আরো বেশি করে বাড়ছে তাদের মনে। এই অবস্থায় ফের আরো একবার রাস্তায় নামল জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থীরা। তাদের দাবিগুলি সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য রবিবার সরকারি ছুটির দিন অভিনব পদ্ধতিতে আন্দোলনে নামলেন এই বেকার যুবক-যুবতীরা। আগরতলা সিটি সেন্টারের সামনে দাবি সনদ সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বেকাররা এদিন জাতির পিতা মহাত্মা গান্ধীর রঘুপতিরা রাজবো রাজা রাম গান গেয়ে নতুন পদ্ধতিতে আন্দোলনে সামিল হলেন। আর এই আন্দোলন থেকেই বেকার যুবক-যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট করজুড়ে হাতজোড় করে চাকুরীর জন্য ভিক্ষা চাইলেন। তাদের অভিযোগ জেআরবিটি কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষা শেষ করলেও এখন পর্যন্ত গ্রুপ সির মেরিট লিস্ট প্রকাশ করছে না। কেন তা প্রকাশ করা হচ্ছে না, তার কারণও কেউ বলছে না। তাছাড়া জে আর বিটি কর্তৃপক্ষ গ্রুপ ডি এর মৌখিক পরীক্ষার তারিখ ষও ঘোষণা করছে না। এতে করে পরীক্ষার্থীদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে এদিন বেকাররা কাতর আর্জি জানান অবিলম্বে তাদের বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।



