Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যমণিপুরে অবিলম্বে শান্তি পুনঃস্থাপন এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার সোচ্চার...

মণিপুরে অবিলম্বে শান্তি পুনঃস্থাপন এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার সোচ্চার হলো কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও খেতমজুর ইউনিয়ন

রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য মনিপুরের সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনায় সেখানে বহু লোকের প্রাণহানি ঘটেছে। ধ্বংস করা হয়েছে বহু বাড়িঘর। এখনো বহু লোক আতঙ্কে বাড়ি ছাড়া। কিছুতেই যেন থামছে না হিংসাত্মক ঘটনা। চলমান ঘটনা নিয়ে কেন্দ্র ও সেই রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। তাই মনিপুরে শান্তি পুনঃ স্থাপনের দাবিতে প্রায় প্রতিদিনই কোন না কোন সংগঠন রাস্তায় নামছে। মণিপুরে অভিলম্বের শান্তি পুনস্থাপন এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে রবিবার আগরতলায় রাজপথে নামলো কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও খেতমজুর ইউনিয়নের কর্মী সমর্থকরা। মেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন পবিত্র কর বলেন, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা হলো মণিপুরের ঘটনা। দুই একটি ঘটনা প্রকাশিত হতেই গোটা পৃথিবীর মানুষ ছি ছি করছে। এরকম আরো বহু ঘটনা লুকিয়ে রয়েছে। তাই মনিপুরের ঘটনা নিয়ে গোটা দেশের মানুষ প্রতিবাদে সরব হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য