আগরতলা শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদিনের মত বিনিময় সভায় প্রতি সদস্য থেকে নিয়মিত মাসিক সংগ্রহীত চাঁদা বিভাগীয় কমিটির অনুদান রেখে বাকি অর্থ কেন্দ্রীয় কমিটিতে যথাসময়ে প্রেরণ করা, চাঁদা আদায়ের উপায় স্বরূপ এবং সংগঠনকে গতিশীল করার উদ্দেশ্যে সাপ্তাহিক নিয়মিত কার্যক্রম বা সমবেত উপাসনা, ধর্মালোচনা চালু করাসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব। এই মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন উদ্বোধক কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য, তাপস রায় চৌধুরী, জগদীশ গন চৌধুরী সহ অন্যান্যরা।



