Sunday, January 25, 2026
বাড়িখবররাজ্যরাজ্যেও পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব মহরম

রাজ্যেও পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব মহরম

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো মহরম। ইসলাম বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মহরমকে কোন উৎসব হিসাবে নয় এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতি হিসেবে মনে করা হয়। তবে ইসলাম ধর্মের দুই সম্প্রদায়ের মানুষ দুই রকম ভাবে মহরম পালন করেন। শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন তার পরিবার ও শহীদের স্মরণ করেন। রাস্তায় তারা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন। মহরমের নবম ও দশম দিন তারা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায় ভুক্তরা মহরম মাসের দশম দিন রোজা রাখে। তবে কথিত কথা অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই মহরম একটা গুরুত্বপূর্ণ উৎসব। তাই গোটা বিশ্বের সাথে রাজ্যে ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সামিল হলেন এই উৎসবে। শনিবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে মুসলিম ধর্মাবলম্বীরা আয়োজন করে তাজিয়া নিয়ে বিশেষ শোভাযাত্রার। আর এতে শামিল হোন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের লোকেরা। এদিন এমনটাই দেখা গেল বর্ডার গোলচক্কর এলাকায়। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে শোভাযাত্রাকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মধ্যে রক্ষা করা গেল ব্যতিক্রমী উন্মাদনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য