রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে মনিপুরে শান্তি ফিরিয়ে আনার দাবিতে শনিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসলো প্রদেশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সভাপতিহীন রাজ্য তৃণমূলের মহিলা নেত্রী পান্না দেব ও যুবনেতা শান্তনু সাহা। তাদের অভিযোগ গত প্রায় তিন মাস ধরে মনিপুরের নাগরিকরা আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করছে। ডবল ইঞ্জিনের সরকার মনিপুরবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মহিলারা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তা মানবজাতির কলঙ্ক। এই অবস্থায় মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে হলে একমাত্র দরকার রাষ্ট্রপতি শাসন। তাই রাষ্ট্রপতি শাসনের দাবিতে এদিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্না সংগঠিত করেন।



