Sunday, January 25, 2026
বাড়িখবররাজ্যপৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের নানাবিধ সমস্যা খতিয়ে দেখতে ওয়ার্ড পরিদর্শন...

পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের নানাবিধ সমস্যা খতিয়ে দেখতে ওয়ার্ড পরিদর্শন অব্যাহত রাখলেন মেয়র দীপক মজুমদার

কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে চলছে এখন নানা কর্মযজ্ঞ। আর এই কর্মযজ্ঞের মধ্যেও পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের একাংশ মানুষ নানান সমস্যায় জর্জরিত। এক্ষেত্রে সমস্যাগুলি সমাধানের জন্য বারবার স্থানীয় নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে দাবি জানিয়ে আসলেও কোন সুফল নেই বলে উপযোগ। তাই জনগণের জ্বলন্ত সমস্যাগুলি সরজমিনে খতিয়ে দেখতে প্রায় প্রতিদিনই কোন না কোন ওয়ার্ড এলাকা পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার তা আরো একবার প্রত্যক্ষ করা গেল পৌরনিগমের অন্তর্গত ৩২ নং ওয়ার্ডে। এদিন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা ও পৌরনিগমের আধিকারিকদের সাথে নিয়ে ওয়ার্ডের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে অভিযোগ মূলে মেয়র খতিয়ে দেখেন জল নিষ্কাশন ব্যবস্থা সহ আরো বহুবিধ সমস্যা গুলি। পরে স্থানীয় নাগরিকদের সাথে কথা বলে সমস্যা গুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি নাগরিকদের আশ্বাস দেন পৌর নিগমের উদ্যোগে জ্বলন্ত এই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সমস্যা খতিয়ে দেখে মেয়র সাহেব সমাধানের আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে এর সুফল আদৌ কতটুকু স্থানীয় নাগরিকরা পাবে তা সময়েই বলা যাবে। তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী জনগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য