Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যজ্বালানি সংরক্ষণ করতে এবার বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা রাজ্য দূষণ...

জ্বালানি সংরক্ষণ করতে এবার বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ন্যাশনাল ইয়থ প্রজেক্ট

দেশে অস্বাভাবিক হারে বাড়ছে যানবাহনের সংখ্যা। যেভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, তাতে করে আগামী দিন জ্বালানির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এখন। দেশের কেন্দ্রীয় সরকার ও জ্বালানি সংরক্ষণের উপর এই মুহূর্তে গুরুত্ব দিয়েছে। তবে প্রতিনিয়তই দেখা যায় যানবাহন চলাচলের সময় জ্বালানির অপচয় হতে। অথচ এই অপচয় সহজেই প্রতিরোধ করা সম্ভব। আর এই অপচয় প্রতিরোধ করা মানেই আগামী প্রজন্মের জন্য খানিকটা স্বস্তিদায়ক। বিশেষ করে দেখা যায় ট্রাফিক সিগন্যাল গুলিতে বিভিন্ন যানবাহন ট্রাফিক সিগনাল মেনে দাঁড়ানো থাকলেও ইঞ্জিন যথারীতি সচল থাকে। আর এতে করে স্বাভাবিকভাবেই জ্বালানির অপব্যবহার হচ্ছে। শুধুমাত্র যান চালকদের সচেতনতার অভাবেই প্রতিদিন এভাবে প্রচুর পরিমাণ জ্বালানি অপচয় হয়। তাই জ্বালানির এই অপচয় প্রতিরোধ করতে এবার ময়দানে নামলো ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ন্যাশনাল ইয়থ প্রজেক্ট। এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার রাজধানী আগরতলায় দেখা গেল সচেতনতামূলক কর্মসূচির আয়োজনে। ট্রাফিক সিগনালের সামনে বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করে তোলা হয় ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তেল বাঁচানোর। এন এস এস এর ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে আয়োজিত এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির নেতৃত্ব দেন ন্যাশনাল ইয়থ প্রজেক্ট এর রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য