প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে এখন ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নানা কর্মসূচি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছরের শাসনকালে যে সমস্ত জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরতে সারা দেশের সাথে রাজ্যেও চলছে বিভিন্ন কর্মকান্ড। আর এতে শামিল হয়েছেন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরাও। এখন চলছে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান কর্মসূচি। শনিবার তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা পৌর নিগমের ২০ নং ওয়ার্ড এলাকায়। স্থানীয় কর্পুরেটর রত্না দত্তের নেতৃত্বে দলীয় কর্মীরা এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেন উন্নয়নের তথ্য সম্মলিত লিফলেট। একই সাথে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতকে আরো শক্তিশালী করে তুলতে প্রত্যেককেই এগিয়ে আসার আহ্বান জানান কর্পোরেটর শ্রীমতি দত্ত। আগামী ৩০ জুন পর্যন্ত গোটা রাজ্য জুড়ে চলবে জনসম্পর্ক অভিযান সহ শাসক বিজেপি দলের উদ্যোগে নানা প্রচার কর্মসূচি।



