Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যনেশার আসক্তে মৃত্যু ১৬ বছরের নাবালকের

নেশার আসক্তে মৃত্যু ১৬ বছরের নাবালকের

অবৈধ নেশা কারবারীদের যেন কিছুতে লাগাম টানতে পারছে না পুলিশ। নেশা কারবারীদের বাড় বাড়ন্তে ধ্বংসের মুখে এখন নাবালক থেকে শুরু করে যুবসমাজ। নেশায় আসক্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যাও যেন উদ্বেগ জনক ভাবে বেড়ে চলেছে। প্রতিনিয়তই নেশায় আসক্ত যুবকের মৃত্যুর খবর উঠে আসছে জনসম্মুখে। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলা জিবি হাসপাতাল চত্বরে। এবার নেশায় আসক্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের।মাত্র ১৬ বছরেই ব্রাউন সুগারের নেশা কেড়ে নিল এক কিশোরের তরতাজা প্রাণ। ঘটনার বিবরণে জানা যায় লিচু বাগান গোয়ালা বস্তি এলাকার বাসিন্দা অজিত রায় নামে ১৬ বছরের এক কিশোর আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকেই ব্রাউন সুগারের নেশায় আশক্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত এর পরিণতি যা হবার তাই হলো। দীর্ঘদিন ব্রাউন সুগার সেবনের ফলে শুক্রবার নিজ বাড়িতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এই নাবালক। তার অসুস্থ হওয়ার বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন অবস্থায় শুক্রবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অজিত নামে ওই কিশোর। শনিবার মৃত এই নাবালকের মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত কিশোরের বাবা জানান বহুবার ছেলেকে সতর্ক করেছিলেন ব্রাউন সুগারের নেশা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে কিশোর বয়সেই ঝরে গেল অজিতের প্রাণ। তিনি আরো জানান এই এলাকায় অনেক যুবক ওই বিষাক্ত নেশায় এখন আসক্ত হয়ে পড়েছে। শুধু তাই নয় এলাকাতেই রয়েছে নেশা কারবারি। বিষয়টি পুলিশকে জানানো সত্ত্বেও তেমন কোন সুফল নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য