পূর্ব শত্রুতার জেরে এক স্কুল পড়ুয়া ছাত্রকে রক্তাক্ত করার অভিযোগ উঠল পেশায় টি এস আর জওয়ান বাবুল সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা কামালঘাট স্কুল সংলগ্ন এলাকায়। আহত ছাত্রের নাম রূপক সরকার। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল সরকারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আক্রান্ত স্কুল পড়ুয়া ছাত্র রূপকের। এ নিয়ে এক সময় দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হলে, পরবর্তী সময়ে সালিশি সভার মধ্য দিয়ে ঘটনাটির মীমাংসা হয়। কিন্তু মীমাংসার সবার পরেও বাবুল রুপককে দেখে নেওয়ার হুমকি দেয়। এরমধ্যেই শনিবার সকালে রূপক যখন স্কুলের দিকে যাবার পথে আচমকা তাকে একা পেয়ে প্রচন্ড মারধর করে বাবুল। এতে রক্তাক্ত হয়ে পড়ে রূপক। এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত রূপককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত বাবুলের শাস্তি চেয়ে থানায় লিখিত অভিযোগ জায়ের করা হবে বলে জানান আক্রান্ত স্কুল পড়ুয়া ছাত্রের বাবা।



