Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যককবরককে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে এবার রাজপথে আন্দোলনে নামলো তীপ্রা মথার মহিলা...

ককবরককে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে এবার রাজপথে আন্দোলনে নামলো তীপ্রা মথার মহিলা সংগঠন TWF

শনিবার ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে রাজপথে আন্দোলনে নামলো তীপ্রা মথার মহিলা সংগঠন TWF সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ককবরকে রোমান স্ক্রিপ্ট চালু হবে, ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। আগামী দিনে মথার মাদার সংগঠনের পক্ষ থেকেও এই ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন উপজাতি সংগঠন। তিপ্রা মথার পক্ষ থেকে গত কয়েকদিন ধরে এ ধরনের আন্দোলন গড়ে তোলা হচ্ছে। কিন্তু এই দাবির বিষয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোন প্রক্রিয়া শুরু করা হয়নি। ফলে আন্দোলনের ধার আরো বাড়িয়ে দিয়েছে তিপরা মথা। শনিবার মথার মহিলা সংগঠন টি ডব্লিউ এফ এর পক্ষ থেকে রাজপথের ফের আন্দোলন গড়ে তোলা হয়। এবারও তাদের গন্তব্যস্থল রাজভবন। যদিও অন্যান্য বারের মত এবারও রাজধানীর সার্কিট এলাকাতে আন্দোলনকারীদের রুখে দিয়েছে আরক্ষা কর্মীরা। সূত্রের খবর বর্তমানে রাজভবনে নেই রাজ্যপাল। ফলে রাজভবনের আধিকারিকদের কাছেই তাদের দাবী সনদ তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে এখনো পর্যন্ত রোমান হরফে ককবরক চালের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় ক্ষোব ব্যক্ত করেছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি রাজ্যপালের তুমূল সমালোচনা করেছেন। তিনি বলেন রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক নয়।তাদের দাবি পূরণ করা না হলে মথার মাদার সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আরো আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য