সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি পবিত্র উৎসব হল রথযাত্রা। ইতিমধ্যেই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের মেজেছে অনুষ্ঠিত হলো রথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রয়েছে এখন মাসির বাড়িতে। মাঝে দুদিন বাদেই অনুষ্ঠিত হবে উল্টো রথ। তারও প্রস্তুতি চলছে এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবারো নানা কর্মসূচির আয়োজন করে। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও কোন কোন প্রতিষ্ঠান, রথযাত্রা উপলক্ষে আয়োজন করে নানা সামাজিক কর্মসূচিও। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুনী স্থিত গুরুজী কনফারেন্স হলে। সেখানে রয়েছে ইসকন আগরতলা শাখার উদ্যোগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অস্থায়ী মাসির বাড়ি। আর এই অস্থায়ী মাসির বাড়িতে প্রতিদিন চলছে ধর্মীয় নানা অনুষ্ঠান। শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। যে শিবিরকে ঘিরে ইসকনের ভক্তবৃন্দদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই রক্তদান শিবিরে ইসকনের ভক্তবৃন্দদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে।



