রাজ্যের জাতি উপজাতি সহ সব অংশের মানুষের অন্যতম একটি ঐতিহ্যবাহী উৎসব হল খার্চি। আগরতলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত পুরাতন আগরতলায় বিগত দিনের মতো এবারও অনুষ্ঠিত হবে খার্চি পূজা ও মেলা। আগামী ২৬ শে জুন থেকে শুরু হবে সপ্তাহব্যাপী এই উৎসব। উৎসবকে সর্বাঙ্গীন সফল করে তুলতে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা ও উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই নতুন ভাবে সেজে উঠেছে গোটা পুরাতন আগরতলা। এবছর উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে মোতায়েন থাকবে প্রায় ১০০০ আরক্ষা কর্মী। এছাড়াও থাকবে স্বেচ্ছাসেবীরা। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবদিক দিয়েই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শুধু প্রতীক্ষা অবসানের অপেক্ষায়। এবছর খার্চি পূজা ও মেলাতে অতীতের যাবতীয় রেকর্ড অতিক্রম করবে বলে প্রত্যাশা উৎসব উদযাপন কমিটির। আগামী ২৬ শে জুন বেলা ১১ টায় মেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো বিশিষ্টজনেরা।২রা জুলাই সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। এর আগে ৩০শে জুন মেলায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার পুরাতন আগরতলা ব্লক অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী।



