দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকাল নয় বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যে চলছে জনসম্পর্ক অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পূর্ণ নিগমের ৩৯ নং ওয়ার্ডে জন সম্পর্ক অভিযান করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর অলক রায়। এদিন ডেপুটি মেয়র সংবাদমাধ্যমকে জানান ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে দেশের জন্য তিনি যে বলিদান দিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানান এবং জনসম্পর্ক অভিযানে অফুরন্ত সাড়া পাচ্ছেন এবং নয় বছরে দেশের প্রধানমন্ত্রী যে কাজ করেছেন এবং উনার নেতৃত্বে রাজ্যে ও যে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে তাতে সাধারণ জনগন খশী ব্যক্ত করেছেন বলে।



