Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালি ও পরিকাঠামোগত উন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান...

শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালি ও পরিকাঠামোগত উন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার – মুখ্যমন্ত্রী

শুক্রবার মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে নার্সারী, অটল টিঙ্কারিং ল্যাব এবং জল পরিশোধন ও আয়রন রিমোভাল প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় (২০২৩) সাফল্যের নিরিখে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রাক-প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালি করার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষা প্রদান আমাদের সরকারের মূল লক্ষ্য। তাছাড়া এদিন তিনি আরো বলেন বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রশংসনীয়, পাশাপাশি তিনি বলেন ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ কে বাদ দিলে দেশের আর কোন রাজ্যেই প্রাইভেট টিউশনের সুবিধা নেই তা সত্বেও সেখানকার ছাত্র-ছাত্রীরা ৯০ শতাংশ ১০০ শতাংশ পেয়ে পরীক্ষায় উন্নীত হচ্ছে। তাই আমাদের রাজ্যেও যেন এই পরিবেশ আনা যায় তা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের তাদের নিজ নিজ বিদ্যালয়ে আরো বেশি করে দায়িত্ব নিতে হবে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে, রাজ্যে যেটা চলছে সেটা হল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজ বাড়িতে কিংবা অন্য কোন জায়গায় ছোট্ট একটা ক্লাসরুম ভাড়া নিয়ে সেখানে টিউশন চালিয়ে যাচ্ছে মোটা অংকের বিনিময়ে। কিন্তু সেখানে যে পরিবেশ তৈরি হচ্ছে সেটা অস্বাস্থ্যকর, এটা ভাবতেও অবাক লাগছে দেশের অন্য প্রান্তে কিংবা রাজ্যে কোন প্রকার প্রাইভেট টিউশন ছাড়াই ছাত্রছাত্রীরা ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়ে পাস করছে সেটা কিভাবে সম্ভব? এটা ভাবা দরকার তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে কথা বলা প্রয়োজন এবং রাজ্যে ও বিদ্যালয়গুলোতে শিক্ষা ব্যবস্থা এমন উন্নয়ন করা প্রয়োজন যাতে করে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট টিউশনের প্রয়োজন না হয়, এটা শুধু মুখের কথা নয় রাজ্য সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য