Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যজন সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

জন সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ৯ বছরের কার্যকালের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সব সাংসদরা এবং এরজন্য প্রত্যেক সাংসদকে এক হাজারটি করে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তারই অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রতাপগড় কেন্দ্রের মহাশক্তি এলাকায় বিভিন্ন লোকের বাড়িতে যান এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ জনসম্মুখে তুলে ধরেন এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে কি কি করা দরকার সে বিষয়েও জনতা জনার্দনের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন জনগণের সাথে কথা বলে জানা গিয়েছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদিকে জনগণ খুবই পছন্দ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখতে চাইছেন জনগণের কথা থেকে উঠে এসেছে যে “আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি আমাদের দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন” তাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন বলে তাদের বক্তব্য থেকে এমনটাই উঠে এসেছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য