সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে ব্যর্থ বামেরা। ক্ষমতা পুনরুদ্ধার তো দূরের কথা উল্টো ২০১৮ সালের নির্বাচনের ফলাফল থেকে আরও খারাপ অবস্থা হয় তাদের। বিরোধী দলের মর্যাদা পর্যন্ত হারাতে হয় তাদের। এই অবস্থায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে এবার অনেকটা আগেই যেন ময়দানে নামতে শুরু করলো বামেরা।স্থানীয় সমস্যা নিয়ে এবার নিচুস্তরে সাংগঠনিক কাজকর্ম শুরু করল তারা।তা আবারো প্রত্যক্ষ করা গেল শুক্রবার আগরতলা পৌর নিগমের ২৩ নং ওয়ার্ড অফিসে। এলাকার নাগরিকদের জ্বলন্ত বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলের নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশনের সিদ্ধান্ত নেয় সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। কিন্তু এদিন অঞ্চল নেতারা যথারীতি ওয়ার্ড অফিসে এলেও, কাউন্সিলর অন্য কাজে ব্যস্ত থাকায় তার সাথে দেখা করার সুযোগ হয়নি। ফলে বাধ্য হয়েই এলাকার জনগণের বেশ কিছু দাবি সনদ স্মারকলিপি ওয়ার্ড সচিবের নিকট পেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। তাদের অভিযোগ ওয়ার্ড এলাকায় রয়েছে পানীয় জল, জল নিষ্কাশনি ব্যবস্থা, স্ট্রিট লাইট সহ আরো নানা সমস্যা। তাই প্রতিনিধিত্বমূলক আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধানের দাবিতেই এদিনের এই ডেপুটেশন বলে জানালেন অঞ্চল নেতৃত্ব। ওয়ার্ড সচিবের কাছে দাবী সনদ স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে সমস্যা গুলি সমাধানে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান রাখেন প্রতিনিধি দলের সদস্যরা। নতুবা আগামী দিন সংগঠন প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করার বার্তা দেন নেতৃত্ব।



