Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যনিজের বাড়িতেই বাথরুমে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্য দপ্তরের এক অনিয়মিত কর্মচারীর

নিজের বাড়িতেই বাথরুমে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্য দপ্তরের এক অনিয়মিত কর্মচারীর

অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে না পারায় অসময়েই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো এবার এক অনিয়মিত স্বাস্থ্যকর্মীকে। মৃত স্বাস্থ্য কর্মীর নাম অমর দাস। দীর্ঘদিন ধরেই আগরতলা জিবি হাসপাতালে কর্মরত ছিলেন নিয়মিত ক্যাজুয়াল কর্মী অমর। রাজ্যের বর্তমান সরকারের মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতারা ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা দায়িত্বভার গ্রহণ করার পর অনিয়মিত কর্মচারীদের পারিশ্রমিক অনেকটা বাড়ালেও, নিয়মিতকরণের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। আর নিয়মিত করো না হবার ফলে অনিয়মিত কর্মচারীরা অভাব অনটনের মধ্য দিয়ে সংসার প্রতিপালন করে আসছেন। অর্থের অভাবে করতে পারছেন না সঠিক চিকিৎসাও। এবার একই কারণে অসময়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনিয়মিত স্বাস্থ্যকর্মী অমর। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার আগরতলা দশমীঘাট এলাকায় নিজ বাড়িতেই বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন জিবি হাসপাতালে কর্মরত নিয়মিত ক্যাজুয়াল কর্মী অমর। দীর্ঘ সময় পর অমরের মা ছেলে বাথরুম থেকে না আসার কারণে বাথরুমের মধ্যে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার আদরের সন্তান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অমর। শুক্রবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালে কর্মরত এক অনিয়মিত ক্যাজুয়াল কর্মী জানান অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য দপ্তর সহযোগী হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘ বছর কাজ চালিয়ে যাবার পরও তাদেরকে নিয়মিত করেননি কোন সরকার। বিগত সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিয়মিত করা হবে। কিন্তু করা হয়নি। বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন করেছিলেন নিয়মিত করার। কিন্তু কাজ হয়নি। মুখ্যমন্ত্রী তাদের শুধু বেতন কিছুটা বৃদ্ধি করেছেন। মৃত অমর দাস শারীরিক অসুস্থ ছিলেন। অল্প টাকা বেতন পাওয়ার কারণে সঠিকভাবে চিকিৎসা করতে পারেননি অমল। বর্তমানে তার বৃদ্ধ মা স্ত্রী এবং এক পুত্রসন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এখন নিঃস্ব হয়ে পড়েছেন গোটা পরিবার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য