Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যসারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত গৃহপরিচারিকা দিবস

সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত গৃহপরিচারিকা দিবস

ষাট উর্ধ্ব বয়সে পরিচালিকাদের মাসিক তিন হাজার টাকা পেনশন, পরিচারিকাদের সপ্তাহে একদিন সবেতন ছুটি, পরিচারিকাদের মজুরি ঘন্টায় ৭৫ টাকা প্রদান এরকম বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে শুক্রবার রাজ্যেও প্রতিপালিত হলো গৃহ পরিচারিকা দিবস। গৃহ পরিচারিকা ইউনিয়ন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এদিন দিবসটি উপলক্ষে মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলা অফিস লেন এলাকায়। সেখানে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা গৃহ পরিচারিকা ইউনিয়নের কর্মীরা গৃহ পরিচারিকাদের স্বার্থ সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি সামনে রেখে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। একই সাথে তারা সরকারের কাছে দাবী জানায় গৃহ পরিচারিকাদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলি পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার। এদিনের এই দাবি দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন সিআইটিইউর রাজ্য নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান কেন্দ্র ও রাজ্য সরকার গৃহ পরিচারিকাদের দাবিগুলি নিয়ে উদাসীন। গৃহ পরিচারিকাদের নিয়ে কেউ কোনো আইন কিংবা নিয়ম তৈরি করেনি। যার ফলে প্রতিনিয়তই বঞ্চনার শিকার হচ্ছেন গৃহপরিচারিকারা। তারা মানুষের বাড়িতে কাজ করলেও সেই কাজের কোন মূল্যায়ন করা হয় না। বিশেষ করে কোভিডের সময় লকডাউনে পরিযায়ী শ্রমিক ও পরিচারিকারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সেদিন কোটি কোটি গৃহ পরিচারিকা কাজ হারিয়েছে। অথচ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের তরফে তাদেরকে কোন ধরনের সহায়তা দেওয়া হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য