প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে মাস ব্যাপী বিজেপির নানা কর্মকান্ড। দীর্ঘ এই নয় বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প গুলি সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের সর্বত্র চলছে বিজেপির কর্মসূচি। দলের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল শনিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে লোকসভা আসন ভিত্তিক সমাবেশ। সমাবেশে অংশ নিতে শুক্রবার রাতে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় সূত্রে খবর রাত আটটা নাগাদ আগরতলার মাটিতে পা রাখবেন তিনি। রাজ্যে এসেই তিনি প্রদেশ নেতৃত্বদের সাথে লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে এক বৈঠকে মিলিত হবেন। শনিবার সকালে দুজন বরিষ্ঠ নাগরিকের বাড়িতে গিয়ে মতবিনিময় করবেন। সেখান থেকেই তিনি ছুটে যাবেন শান্তির বাজারে। সেখানে আয়োজিত সমাবেশে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সর্বভারতীয় সভাপতি। নাড্ডাজির দুদিনের এই রাজ্য সফরকে ঘিরে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।



