রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একদিকে যখন মানুষ ঘনঘন লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ, ঠিক তখন অন্যদিকে প্রকাশ্যে দিবালোকেই চলছে বিদ্যুৎ নিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি। আর এই চুরি কান্ডকে ঘিরে এবার প্রত্যক্ষ করা গেল তুলকালাম কান্ড। এমনটাই এবার দেখা গেল রাজধানী আগরতলার বনমালীপুর সাব স্টেশনে। প্রকাশ্য দিবালোকেই চলছে সাব স্টেশনে মজুদ রাখা বিভিন্ন সামগ্রী চুরি। আর এই খবর সূত্র মারফত পেয়ে গেলেন খোদ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সাবস্টেশন থেকে নিগমের বিভিন্ন সরঞ্জাম চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মন্ত্রী শ্রীনাথ। মন্ত্রী এসে প্রত্যক্ষ করেন অফিসে মজুদ রাখা বিভিন্ন সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যাবার পথে ঠিকেদারি সংস্থার লোক। তখন বাধা হয়ে দাঁড়ান মন্ত্রী নিজে। পন্য সামগ্রীগুলির প্রয়োজনীয় নথিপত্র মন্ত্রী শ্রীনাথ দেখতে চাইলে, ঠিকাদারি সংস্থার লোক কিছুই দেখাতে পারেননি। এমনকি সাব সেন্টারের দায়িত্বে থাকা আধিকারিকরা পর্যন্ত পণ্য সামগ্রীগুলি নিয়ে যাওয়া প্রসঙ্গে দিতে পারেনি কোন স্পষ্টিকরণ। পরে বাধ্য হয়েই মন্ত্রীর নির্দেশে গাড়ি থেকে সরঞ্জাম গুলি নামিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনায় এদিন প্রকাশ্যেই সাব সেন্টারের দায়িত্বে থাকা আধিকারিকদের তির্যক ভাষায় সমালোচনা করেন মন্ত্রী শ্রীনাথ।



