Sunday, January 11, 2026
বাড়িখবররাজ্যমহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচিত হবে

মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচিত হবে

আগরতলা পৌর নিগমের অন্তর্গত যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটিতে নতুন করে আত্মপ্রকাশ হয়েছে মহাত্মা রিসার্চ ফাউন্ডেশন। আজকের চারদিকের অগ্নিঝরা বিশ্বে হিংসা উন্মত্ততার মাঝে দাঁড়িয়ে বাপুজির অহিংসা প্রেম ও শান্তির পথই যে একমাত্র বিকল্প একথা আবারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার প্রেম শান্তি অহিংসার পথে বিশ্ববাসিকে জাগ্রত করা, বিবেক মনুষ্যত্বের পথে ধ্বংসমুখ পৃথিবীকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানোর বার্তা দিতেই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। গান্ধীজীর প্রদর্শিত পথে আর্থিক বনিয়াদ গড়ে তোলা এবং তার শিক্ষায় শিক্ষিত হয়ে সত্যিকারের জন-স্বরাজ গড়ে তুলতে কাজ করবে ফাউন্ডেশন। তারই অঙ্গ হিসাবে সংস্থা মহাত্মাজির মর্মর মূর্তি স্থাপন করে তার কীর্তিকে অক্ষয় ও অমরত্ব দান করার লক্ষ্যে । আগামী ১৭ই জুন বিকাল ৩ ঘটিকায় মর্মর মূর্তির আবরণ উন্মোচনে সম্মতি জ্ঞাপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি বর্গ । কিন্তু অনিবার্য কারণ বসত: এই কর্মসূচীটি ঐদিন স্থগিত রেখে আগামী ২৯শে জুন বিকাল ৩ ঘটিকায় মহাত্মাজির পাদ দেশেই তাঁর মূর্তির আবরণ উন্মোচিত হবে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি বর্গের উপস্থিতিতে। বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ফাউন্ডেশন এর কর্মকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য