কেন্দ্রীয় স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরে চলছে এখন নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে আগরতলা পৌর নিগম। এমনই একটি সমস্যা তৈরি হয় রাজধানীর বিবিএমসি কলেজ চত্বরে জমি সংক্রান্ত বিষয়ে। আগরতলা বিবিএমসি কলেজের জায়গা নিয়ে জটিলতা দেখা দিলে ব্যাহত হয় কাজকর্ম। এতে করে স্তব্ধ হয়ে পড়ে গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি। তাই চলমান এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার কলেজ এলাকা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকাটি পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা খতিয়ে দেখেন জমি সংক্রান্ত সমস্যা। পরে আলোচনাক্রমে উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে জমি সংক্রান্ত জটিলতার সমাধান করেন মেয়র ও প্রদেশ বিজেপি সভাপতি। ফলে বেশ কিছুদিন বন্ধ থাকা উন্নয়ন কাজ এবার নতুন করে শুরু হবে।



