Sunday, January 11, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান সুসম্পর্ককে আরও বেশি করে মজবুত করে তুলতে প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকে মৌসুমী উপহার হিসেবে সুস্বাদু আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় এসে পৌঁছায় এই আমের চালান। আমগুলো গ্রহণ করতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব দূতাবাস প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিনসহ মিশনের অন্যান্য কর্মকর্তারা।সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবিষয়ে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু ৫০০ কেজি আম পাঠিয়েছেন। এই আমগুলো তারা সীমান্ত থেকে সংগ্রহ করেছেন। পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেই আম তুলে দেওয়া হবে। আম উপহার হিসেবে পাঠানোর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যে গভীর মৈত্রী সম্পর্ক রয়েছে তা আবার স্মরণ করা হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য