ত্রিপুরা রাজ্যের জনজাতিদের অন্যতম জনপ্রিয় ভাষা ককবরক কে রোমান হরফে লেখা স্বীকৃতির দাবিতে বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্য জুড়ে নানা কর্মসূচী চালিয়ে যাচ্ছে জনজাতি ভিত্তিক বিভিন্ন দল এবং সংগঠন। এই দাবিতে বুধবার আগরতলায় এক মিছিল এবং কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন “তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্ট ফেডারেশন”।এই সংগঠনের সদস্যরা রাজধানীর আস্থাবল ময়দানে সামনে থেকে মিছিল বের করে রাজভবনে যাওয়ার উদ্দেশ্যে ভিআইপি রোড ধরে এগুতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য’র কাছে ডেপুটেশন তোলে দেবে। কিন্তু মিছিলটি সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এলে পুলিশ তাদেরকে আটকে দেয়। তখন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে এখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন।